Sunday Mar 17, 2024
ভবানীপ্রসাদ মজুমদারের স্মৃতি

নতুন বছরের শুরুতে ভাষা দিবস পালন করার কয়েকদিন আগেই ফেব্রুয়ারি মাসে আমাদের ছেড়ে চলে গেলেন শিশুসাহিত্যিক ভবানীপ্রসাদ মজুমদার। কবির জন্ম ১৯৫৩ সালে, হাওড়ায়। সারা জীবনে লিখেছেন ত্রিশ হাজারেরও বেশি কবিতা। আজকে যখনই বাংলা ভাষার অধিকার রক্ষার আবেদনে আমরা সোচ্চার হই, তখনই উঠে আসে 'বাংলাটা ঠিক আসে না' ছড়াটি। এই একটি ছড়া সময়ের বিচারে মাতৃভাষা স্মরণের আখর হয়ে উঠলেও ভবানীপ্রসাদের কলমে ছড়িয়ে আছে আরও অগণিত মণিমানিক্য। বাংলা ভাষা ডিজিটাইজেশনের লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছি আমরা - তাই এই অমর কথা শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা, টিম ও কলকাতা, তৈরি করেছি এই বিশেষ পর্ব, যেখানে রইল দুটি কবিতা।
পাঠে জয়িতা বন্দোপাধ্যায়।
এডিটিং ও অন্যান্য - টিম ও কলকাতা
Version: 20241125
No comments yet. Be the first to say something!