Sunday Aug 04, 2024
নদী না বাঁচলে সভ্যতা বাঁচবে না - কফিহাউজের আড্ডা

সম্রাট মৌলিক, ওরফে সম্রাটদা, ভীষণ ইন্টারেস্টিং একজন মানুষ। একটা দু চাকার সাইকেলে সারা দুনিয়া ঘুরে বেড়ান, নেচার আর ওয়াটার কনজারভেশন নিয়ে কাজ করেন। আবার সুযোগ পেলেই পাহাড়, জঙ্গলে ঘুরতে বেরিয়ে পড়েন।
ওর ব্যস্ত সময় থেকে কিছুটা বরাদ্দ হয়েছিল ওকলকাতার জন্য। আমরা চমৎকার একটা আড্ডা মেরেছিলাম সেদিন। সেই আড্ডার ই খানিকটা তুলে নিয়ে আসলাম আপনাদের জন্য। শুনতে থাকুন আমাদের পডকাস্টে।
আপনাদের হোস্ট, আমি অভিদীপ।
তাহলে আর দেরী কিসের? চেয়ার টেনে বসে পড়ুন, শুরু করা যাক আমাদের - কফি হাউজের আড্ডা
Version: 20241125
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.