Friday Nov 15, 2024
OKolkata Bangla podcast | Episode 7 | ইমোশনাল ইন্টেলিজেন্স | Coffeehouser Adda With Abhra Pal

কর্মজীবনে সফল হওয়ার জন্য আমরা আইকিউ বা স্কিল নিয়ে অনেক ধরনের আলোচনা করলেও যে বিষয়টি আমরা সাধারণত উপেক্ষা করে যাই - তা হল তা হল ইমোশনাল ইন্টেলিজেন্স এবং প্রফেশনাল এথিক্স।
কফি হাউজের আড্ডার ৭ নম্বর এপিসোডে, আমরা এই বিষয়েই কথা বলেছিলাম অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের বাসিন্দা অভ্র পালের সঙ্গে। ঘন্টাখানেকের এই আড্ডায় অভ্র দা খুব সহজ ভাবে আমাদের বুঝিয়েছেন ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টি কি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা কর্পোরেট স্ট্রেস কিভাবে সহজেই সামলে নেওয়া যায়।
সেই আড্ডারই কিছুটা তুলে নিয়ে আসলাম আপনাদের জন্য।
আপনাদের হোস্ট, আমি অভিদীপ।
তাহলে আর দেরী কিসের? চেয়ার টেনে বসে পড়ুন, শুরু করা যাক আমাদের - কফি হাউজের আড্ডা।
Version: 20241125
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.