Friday Jan 10, 2025
মনের অসুখ নিয়ে লজ্জার কিছু নেই With Trina Chatterjee

Postpartum depression নিয়ে আমরা বোধহয় খুব একটা কথা বলি না। সামাজিক ট্যাবুর মোড়কে মুড়ে ইগনোর করি। এটা নিয়েই কিছুদিন আগে তৃণার সাথে কথা হচ্ছিল। কথায় কথায় ও বেশ জোরগলায় বললো, আমাদের মন ও আমাদের শরীরেরই অংশ, পেট খারাপ নিয়ে লজ্জা না থাকলে মন খারাপ নিয়েও লজ্জার কিছুই নেই।
তৃণা নিজেই উৎসাহ দেখিয়েছিল কফি হাউজের আড্ডায় এই সিরিয়াস বিষয়টা নিয়ে কথা বলতে।
সেই আড্ডারই কিছুটা তুলে নিয়ে আসলাম আপনাদের জন্য।
আপনাদের হোস্ট, আমি অভিদীপ।
তাহলে আর দেরী কিসের? চেয়ার টেনে বসে পড়ুন, শুরু করা যাক আমাদের - কফি হাউজের আড্ডা।
Version: 20241125
No comments yet. Be the first to say something!