3 days ago
Trump’s Rise to Power: Unpacking America’s Political Stage | Podcast with Shouvik Chakraborty

Explore the rise of Donald Trump and its impact on American politics. This video delves into the factors that contributed to Trump's ascendance and how it changed the political landscape of the United States. From his controversial campaign to his presidency, we examine the key events and decisions that shaped Trump's rise to power. Get insights into the American political system and the role Trump played in reshaping it.
ও কলকাতার ‘কফিহাউসের আড্ডা ভার্চুয়াল’ পডকাস্ট সিরিজের অংশ হিসেবে আপনারা শুনছেন শৌভিক চক্রবর্তীর সাক্ষাৎকারের প্রথম পর্ব। আমরা কথা বলছি ডোনাল্ড ট্রাম্প ও আজকের আমেরিকা নিয়ে।
শৌভিক ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, আমহার্স্টের প্রফেসর। দীর্ঘদিন আমেরিকাবাসী হলে বড় হয়ে ওঠা, শিক্ষা কলকাতা ও পরবর্তী সময়ে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উনি তুলে ধরেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
কথা বলার সুবিধের জন্য আমরা আলোচনাটিকে ভেঙে নিয়েছি দুটি পর্বে - আজকের প্রথম পর্বে থাকবে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ক্ষমতায় এলেন, এই উত্তরটা বুঝতে হলে আমাদের জানতে হবে আমেরিকার রাজনৈতিক মঞ্চটি কিরকম, সেখানের রাজনীতিতে শ্রেণীবিন্যাস কিভাবে কাজ করেছে, বিপক্ষের গ্রহণযোগ্যতা কেন তৈরি হয়নি এবং কিভাবে রাজনৈতিক প্রচার জনমানসে প্রভাব ফেলেছে। এর পরের পর্বে আমরা কথা বলব ট্রাম্প যে পলিসিগুলি সামনে নিয়ে আসছেন তার সুদূরপ্রসারী প্রভাব আমেরিকা ও বিশ্ব অর্থনীতিতে কিভাবে পড়তে চলেছে।
আশা করি আলোচনাটি আপনাদের ভালো লাগবে - আপনার কোন মতামত বা প্রশ্ন থাকলে আমাদের মন্তব্যে অবশ্যই জানান, আমরা চেষ্টা করব আমাদের পরের পর্বে তার উত্তর নিয়ে আলোচনা করার।
No comments yet. Be the first to say something!